বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কে ২ ট্রাকের সংঘর্ষে ১৬ যাত্রী হতাহত হয়েছে। এদের মধ্যে নিহত হয়েছে ৪ নারী যাত্রী। সোমবার ২০ মার্চ দুপুর পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, থাইখিয়ং পাড়া থেকে রুমা উপজেলা সদরে আসার পথে রাস্তার ঢালু অংশে এসে যাত্রী নিয়ে আসা একটি ট্রাকের উপর পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসা আরেকটি ট্রাক হুমড়ি খেয়ে পড়লে দু’টি ট্রাকই উল্টে রাস্তার খাদে পড়ে যায়।
রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করতে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল