২০ মার্চ, ২০২৩ ১৭:০৯

দুমকিতে গ্রিল কেটে ডাকাতির সময় চক্রের ১ সদস্য গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে গ্রিল কেটে ডাকাতির সময় চক্রের ১ সদস্য গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে গ্রিল কেটে ডাকাতির সময় চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত রবিবার গভীর রাতে উপজেলার দুমকি সাতানী গ্রামে গ্রিল কেটে ডাকাতির চেষ্টাকালে সুমন হাওলাদার (৩৫) নামে ডাকাত চক্রের সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী গ্রামের জনৈক রুহুল আমীন শরীফের বাড়িতে ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। গ্রিল কাটার শব্দে গৃহকত্রী হোসনেয়ারা বেগম টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মির চেষ্টা চালায়। এ সময় মেয়ে-জামাতার রুমে ধস্তাধস্তির একপর্যায়ে সুমন নামের এক ডাকাতকে তারা আটক করে। এরমধ্যে প্রতিবেশী লোকজন বাড়িটি ঘিরে ফেলার আগেই টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আটককৃত ডাকাতকে গণপিটুনির পর দুমকি থানা পুলিশে সোপর্দ করে। আহত গৃহকত্রী হোসনেয়ারা বেগমকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

দুমকি থানার এসআই মামুন জানান, ধৃত ডাকাত সুমন হাওলাদারের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামে। তার পিতার নাম বেলায়েত হাওলাদার। পুলিশি প্রহরায় তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে আহত ডাকাত চক্রের সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর