২ এপ্রিল, ২০২৩ ১৫:১৪

কাপড়ের পুরোনো স্টিকার তুলে নতুন স্টিকার, জরিমানা আদায়

কুষ্টিয়া প্রতিনিধি

কাপড়ের পুরোনো স্টিকার তুলে নতুন স্টিকার, জরিমানা আদায়

কাপড়ের পুরোনো স্টিকার তুলে নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়ানোয় কুষ্টিয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রবিবার সকাল ১১টায় শহরের বিভিন্ন শপিংমলে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।

কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী ঈদকে সামনে রেখে ইচ্ছেমত দ্রব্যমূল্যের দাম হাঁকাচ্ছেন। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার সকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন শপিংমলে যায় তাদের দল। 

এ সময় জেলা সেনিটারি ইন্সপেক্টর আরাফাত আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জামা-কাপড়ের দোকানে পুরোনো স্টিকার তুলে নতুন স্টিকায়ে দাম বাড়ানোর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরো কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর