- হোম
- দেশগ্রাম
- ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই গরুসহ চোর আটক...
অনলাইন ভার্সন
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই গরুসহ চোর আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় মো. কাউছার মিয়া (৩২) নামে এক গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি চোরাই গরু উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কাউছার মিয়া হাবলাউচ্চ গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কাউছার মিয়া ও তার এক সহযোগী বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে বাড়িতে এনে জমাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউছারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও তার বাড়ি থেকে ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়। তিনি বলেন, কাউছার মিয়া একজন পেশাদার গরু চোর। এ ঘটনায় কাউছারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মালিকানা সনাক্ত হলে উদ্ধারকৃত গরুগুলো মালিকের কাছে ফিরিয়ে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম