৪ এপ্রিল, ২০২৩ ২১:৪০

শিবগঞ্জে আগুনে পুড়ল ৫ ঘর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জে আগুনে পুড়ল ৫ ঘর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের পাঁচটি ঘর, দুটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘরসহ চারটি ছাগল ভস্মীভূত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে আটরশিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাসিম ও শামীমের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতবাড়ির পাঁচটি ঘর, দুটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘর এবং চারটি ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর