৬ এপ্রিল, ২০২৩ ১৭:৫৭

স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

কুষ্টিয়া প্রতিনিধি

স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

কুষ্টিয়ায় ধারালো বটি দিয়ে জবাই করে শিউলী খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মন্টুকে (৪২) স্থানীয় জনতা আটকের পর পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়া শহরের হরিশংকরপুর শাহ পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকারী স্বামী মন্টু হরিশংকরপুর শাহ পাড়া এলাকার বুদোর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মন্টুর সাথে স্ত্রী শিউলী খাতুনের দীর্ঘ দিন যাবত পারিবারিক কলহ চলে আসছিলো। স্বামী মন্টু বেশকিছু দিন যাবত মানসিক ভারসম্যহীন ছিলেন। সকালের দিকে নিহত শিউলীর সাথে স্বামীর মন্টুর কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে তার স্ত্রী শিউলীকে এলোপাাতাড়ি কুপিয়ে জখম করে।

জখমে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার স্ত্রী শিউলী খাতুন নিহত হন। পরে স্থানীয় জনগণ টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং হত্যাকারী স্বামী মন্টুকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর