গাইবান্ধা সদরের গোবিন্দপুর গ্রাম থেকে সোমবার রাতে নিখোঁজ হয় আট মাস বয়সী শিশু আবদুল্লাহ মিয়া। শিশুটির মরদেহ মঙ্গলবার গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ওই গ্রামের অটোরিকশাচালক মাহাবুর রহমান ও জ্যোৎস্না বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সোমবার রাত ৮টার দিকে ঘরে মশারির ভেতরে শিশুটি ঘুমাচ্ছিল। পাশের ঘরে শিশুর বড়বোন পড়ছিল। শিশুর ঘর থেকে তার মা পাশের ঘরে গিয়ে ৫-১০ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন শিশু নেই। ফলে শিশু চুরি হয়ে গেছে বলে হৈচৈ শুরু হয় এবং সারারাত খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। মঙ্গলবার প্রতিবেশী মোস্তফা মিয়ার সেফটিক ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন ট্যাংকে তল্লাশি করে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ