পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর উদ্যোগে সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব। ধরিত্রী দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওই গবেষণা প্রতিষ্ঠানের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি। অনুষ্ঠান শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ুর বিরুপ প্রভাব ধীরে ধীরে কমানো,সমুদ্র স্বাস্থ্যের যত্ন নেয়া, সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, প্লাস্টিক দূষণ রোধে পদক্ষেপ, সবুজায়নে ভূমিকা রাখা নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় গণমাধ্যম কর্মীসহ ওয়ার্ল্ড ফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার মহিপুর কো-আপরেটিব মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে জারুল, পারুল, কৃষ্ণচূড়া, পলাশ, রক্তচন্দনসহ বেশ কিছু প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ১৯৭০ সালে এ দিবসটি প্রথম উদযাপন করা হয়। বর্তমানে ১৯০টি দেশে এ দিবস পালন করছে। দূষিত পরিবেশ মানব জীবনের হুমকিস্বরুপ তাই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করণ, মৌলিক চাহিদা ব্যস্থাপনা, প্রকৃতির ভারসাম্য রক্ষা রাখা ও কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো এ বিষয়গুলো নিয়ে দিবসটি পালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ