২৯ এপ্রিল, ২০২৩ ১৫:২৩

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না’

দিনাজপুর প্রতিনিধি

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না’

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের মধ্য দিয়েও শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।’

আজ শনিবার দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বিএনপি-জামায়াতের রেখে যাওয়া তলাবিহীন ঝুঁড়ির দেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে। সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ৭১ এর পরাজিত শক্তিরা আবারও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ওসব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে।’ 

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো আছেন। শান্তিতে আছেন। সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছেন। অসহায় ও দরিদ্র মানুষেরা প্রতিটি উৎসবে বিভিন্ন ধরনের সহযোগিতা পাচ্ছেন। ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছেন নিজস্ব জমিসহ বাড়ি। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে নৌকার বিকল্প নেই। নৌকায় একমাত্র জনগণের ভরসা। নৌকাই পারে এ দেশের উন্নয়নকে এগিয়ে নিতে।’

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সুন্দরবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফসহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর