নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন পর্যায়ে শেখ রাসেল স্মৃতি পাঠাগার স্থাপনসহ শহীদ মিনার ও ইউপি অফিসের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হযেছে। শনিবার দুপুরে উপজেলার বাউসি ইউনিযনের রূপগঞ্জ বাজারে পাঠাগারের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
উদ্বোধনী অনুষ্ঠানে বাউসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো শামছুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজলসহ বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল