৩০ এপ্রিল, ২০২৩ ২০:৫১

কুড়িগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রা-রংপুর রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা মরদেহটি রেল লাইনের পাশে ফেলে দিয়ে রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে রেল লাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ স্থানীয়রা দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। কে বা কারা গর্ভপাত করে এখানে ফেলে দিয়েছে। 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর