যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনে দেশের সাফল্য অর্জন করতে তৃণমূল এলাকা থেকে খেলাধুলার মাধ্যমে স্মার্ট ক্রীড়াবিদ খুঁজে বের করতে হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়তে হবে।
আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সরকারি ট্যাফনাল ব্যারেট মাঠে "বঙ্গবন্ধু ক্রীকেট গোল্ডকাপ টুর্ণামেন্ট" উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীকেট বোর্ডের পরিচালক, বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবির চেয়ারম্যান শেখ সোহেল।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আল নোমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মেয়র মো. মোরশেদ, প্রেসক্লাব সম্পাদক মনির আহমেদ শুভ্র।
বিডি প্রতিদিন/হিমেল