'শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এই শ্লোগানে বগুড়ায় মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, আন্ত:জেলা ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, শ্রমিক লীগ নেতা কামরুল মোর্শেদ আপেল। এদিকে মে দিবস উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন পৃথকভাবে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে বর্ণাঢ্য রালি বের করে। র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিন সকালে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এছাড়াও জেলা মটর শ্রমিক ইউনিয়ন, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নম, লেদ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মান শ্রমিক পরিষদ র্যালি বের করে। পরে তারা তাদের সংগঠন কার্যালয়ে আলোচনা সভা করে। এতে সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম