কক্সবাজারের টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে থাকা অস্ত্রে সজ্জিত হয়ে খুনের উদ্যোগ গ্রহণ মামলার ওয়ারেন্টভুক্ত জয়নাল আবেদীন (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাত ৯টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে খুনের উদ্যোগ গ্রহণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদীনকে (৩৪) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত জয়নাল আবেদীন, ২০১৩ সালের উক্ত মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং তারপর থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্ টেকনাফ মডেল থানায় মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ