নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে মহান মে দিবস। সোমবার দিবসটি উপলক্ষে রাঙামাটিতে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সকালে রাঙামাটি জেলা শ্রমিকলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের পর একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, জেলা যুবলীগের সহ সভাপতি ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগেও র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা বিএনপির কেন্দ্রী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক দীপের দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই