পটুয়াখালী থেকে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাত পরিবহন কাউন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও পরিবহনকে সড়ক আইনে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
আজ বুধবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন পরিবহন কাউন্টারে অভিযানে জরিমানা আদায়ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন। এছাড়াও ট্রাফিক পুলিশের অভিযানে একটি বাসে সড়ক আইনে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযোনের সময় র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি তুহিন রেজাসহ র্যাব সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, পটুয়াখালী থেকে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতটি পরিবহনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম