রংপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে ফাইয়ুম (৪০) নামে এক হকারের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নগরীর রংপুর-কুড়িগ্রাম রোডস্থ সাতমাথা কালামের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ফাইয়ুম নগরীর স্টেশন রোড এলাকার মোঃ আসলামের ছেলে। ফাইয়ুম রংপুরসহ আশপাশের জেলায় আংটি বিক্রি করতেন। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সোমবার দুপুরে ভাগ্নে আল আমিনকে নিয়ে বরশি দিয়ে কালামের পুুকুরে মাছ ধরতে যান ফাইয়ুম। এরই এক পর্যায়ে পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। সাঁতার না জানায় তিনি পুকুরে ডুবে যান। এ সময় পুকুরের পাড়ে থাকা ভাগ্নে আল আমিন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং জরুরী সেবায় ফোন দেয়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে পুকুর থেকে ফাইয়ুমের লাশ উদ্ধার করে।
মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, আইনী প্রক্রিয়া শেষে ফাইয়ুমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সাঁতার না জানায় তিনি পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন।
বিডি প্রতিদিন/এএম