মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট সংলগ্ন মাওয়া রেস্টুরেন্ট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টোসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম