৩ মে, ২০২৩ ১৬:২৫

ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:

ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বোরো ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার চলবলা ইউনিয়নের কয়ার দোলায় বোরো ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বীরেন্দ্রনাথ চেংটু (৫০) তেতুলিয়া এলাকার কেকার নাথের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরে কয়েকজন শ্রমিক উপজেলার কয়ার দোলার জমিতে ধান কাটতে যান। এ সময় পড়ে থাকা সেচপাম্পের তারে জড়িয়ে পড়েন বীরেন্দ্রনাথ চেংটু। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে আসলে সে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর