১২ মে, ২০২৩ ১৯:৩৬

বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি ত্যাগ, সোনারগাঁয়ে উদ্ধার তিন কিশোরী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি ত্যাগ, সোনারগাঁয়ে উদ্ধার তিন কিশোরী

বাবা-মায়ের ওপর রাগ করে নিরুদ্দেশ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় হতে তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) টিআই মো. ইব্রাহিম জানান। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ডিউটি পালনের সময় কাঁচপুর মোড় থেকে গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষমাণ ঢাকা-টু-সিলেটের এনপি পরিবহন থেকে ওই কিশোরীদের উদ্ধার করেন। তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়। 

মা-বাবার সঙ্গে ঝগড়া করে তারা গত ৮ মে সকালে চট্টগ্রাম আকবর শাহ থানা এলাকা থেকে বাসে করে সিলেটের শাহ জালালের মাজারে গিয়ে দুই রাত থাকে। পরবর্তীতে টাকা শেষ হয়ে গেলে আবার ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম জানান, এ ঘটনায় গত ১০ মে চট্টগ্রামের আকবর শাহ থানায় একটি জিডি করা হয়। বিষয়টি ওই থানায় জানানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর