ভাঙ্গায় জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের পূর্ব আলগি ইউনিয়নের টিপু মাতুব্বরের কলা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।
তিনি বলেন, ওই জুয়ারুরা টিপু মাতুব্বরের কলা বাগানে একটি ছাপড়া ঘর তুলে জুয়া খেলে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ১০ ব্যক্তিকে আটক করে। এ সময় দুই সেট তাস ও নগর ১০ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যাক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের রাজু আহমেদ (২৮), আশফরদী গ্রামের রমজান সরদার (৩৫) ও মান্নু শেখ (৪৮), কইলান পুট্টি গ্রামের ওমর শেখ (৬৫), ধর্মদী গ্রামের বেলায়েত শেখ (৩৮), ভাঙ্গার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের হেমায়েত মাতুব্বর (৪৬) ও মিজান মাতুব্বর (৪০), মাঝারদিয়া গ্রামের লালন শেখ (২৮), পূর্ব আলগি ইউনিয়নের অঅবুল হোসেন (৫৫) ও বড়দিয়া গ্রামের মোস্তফা ব্যাপারি।
এ ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাসির বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ