ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রাম এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ লিয়াকত শেখ (২৩), আব্দুর রহমান (৩৫) এবং দোলা আক্তার সুইটি (২৫) নামে এক নারীকে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত আব্দুর রহমান মধুখালী উপজেলার মেছেরদিয়া গ্রামের বাসিন্দা। দোলা আক্তার সুইটি একই গ্রামের রুবেল শেখের স্ত্রী আর লিয়াকতের বাড়ি বনমালিদিয়ায়।
আটকের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. হান্নান মিয়া বাদী হয়ে বোয়ালমারী থানায় (১২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন (মামলা নম্বর ৯)।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে চুন্নু মোল্যার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে ৫৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। আটকের ঘটনায় শুক্রবার গোয়েন্দা পুলিশের এসআই মো. হান্নান মিয়া বাদী হয়ে মামলা করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল