বরগুনার পাথরঘাটায় আল-আমিন (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাথর ঘাটার কোষ্টগার্ড ক্যাম্পের সূত্রে জানা যায়, সোমবার দুুপুরে পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাঁঠালতলী বাজারে ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছে।
কোষ্টগার্ড তাদের সোর্সের মাধ্যমে মাদক বিক্রেতা আটক করে তার দেহ তল্লাশি করে ১শ' পিস ইয়াবা উদ্বার করে।
আটককৃত আল-আমিন জানায়, তার বাড়ী কাঁঠালতলী ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তার বাবার নাম সিরাজুল ইসলাম। আল-আমিন মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। বিকালে তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম