নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা। এসময় কার্যালয়েয়র দিকে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই হামলা চালানো হয়। এসময় জেলা ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
দুপুর ২টার দিকে ত্যাগী পরীক্ষিত ও বঞ্চিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ব্যানারে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয় ভাঙচুর চালায়। এসময় ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এবং বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। হামলার সময় বিএনপির কার্যালয়ের ভেতরে কোন নেতাকর্মী ছিলনা।
নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সাংবাদিকদের জানান, হামলা-ভাঙচুরের ঘটনাটি আমাদের জানা নেই, কোন পক্ষ এখনো পর্যন্ত অভিযোগ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। শুনেছি কিছু সন্ত্রাসী দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। আগামীতে বিএনপির জয় নিশ্চিত বিধায় সরকারের একটি কুচক্রী মহল ছাত্রদলের নামধারী চিহ্নিত সন্ত্রাসীদের উস্কানি দিয়ে এসব অপকর্ম করাচ্ছে। আমরা দলীয় এবং সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বিএনপি একটি বড় দল। এখানে এসব বিচ্ছিন্ন ঘটনা। সরকারের দালালদের কর্তৃক অবাঞ্ছিত বলায় কিছু আসে যায় না।
বিডি প্রতিদিন/এএ