ধুবড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বলরামপুর বাদে কাকনা নদী ভাঙন রোধকল্পে জিও ব্যাগ ফেলা পরিদর্শন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নদী ভাঙনের ১শত পরিবারকে ৩০ কেজি চাল ও ৩৫ জনকে এক ব্যান্ডিল ঢেউটিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়।
ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোকছেদুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো শিহাব উদ্দিন মাস্টার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু , সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শেখ সামছুল, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল রহমান শাকিল, জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জল মোল্লা, যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার ব্যক্তিবর্গ। বিতরণ শেষে যমুনা ভাঙ্গন পরিদর্শন ও জিও ব্যাগ ফেলার খোঁজখবর নেন এমপি টিটু।
অপরদিকে নাগরপুর উপজেলাধীন মামুদনগর ইউপিসি (কালি মন্দির)- জাঙ্গালিয়া বাজার (শহিদ নাসির উদ্দিন বীর প্রতীক) ও মামুদনগর বাজার ইউজেডআর-রঙ্গিনাবাড়ী ইউজেডআর সড়ক কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিডি প্রতিদিন/এএ