২১ মে, ২০২৩ ১৭:৫৩

বাগেরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

ফাইল ছবি

বাগেরহাটের মোংলা উপজেলার একটি চিংড়ি ঘের (খামার) থেকে সোবাহান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আমড়াতলা এলাকায় বাবুল হাওলাদারের চিংড়ি ঘেরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, রবিবার দুপুরে উপজেলার এলাকায় বাবুল হাওলাদারের চিংড়ি ঘেরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা লাশটি আমড়াতলা এলাকায় সোবাহান হাওলাদারের বলে শনাক্ত করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্ত করতে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর