নাটোরের সিংড়ায় তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পরিষদের হলরুমে বাজেট ঘোষণা করা হয়।
এ সময় ভৌত অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ খাত, মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ১ কোটি ৩ লাখ ৩২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সচিব মো. মিজানুুর রহমান এই বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খবির উদ্দিন সরদার, পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু হানিফ ও তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ।
এসময় পরিষদের সদস্যরা, সংরক্ষিত মহিলা আসনের সদস্যরাসহ গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই