বিরল-দিনাজপুর সড়কের বিরলে অতিরিক্তি মালামাল বোঝাই ট্রাক্টর উল্টে চালক হেলপারসহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে বিরল-দিনাজপুর সড়কের নয়ামেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক্টরর চালক আক্তারুল (২৫) হেলপার সবুজ ইসলাম (২৭) ও লিটন (২০) গুরুত্বর আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরল উপজেলার রানিপুকুর ইউপি’র বহবল দিঘীগ্রামের মফিজ উদ্দীনের পুত্র ট্রাক্ট্রর মালিক আপন ইসলামের একটি ট্রাক্ট্রর তার ভগ্নিপতি বাবুর গোডাউন হতে অতিরিক্ত ধান বোঝাই করে দিনাজপুর পুলহাটের অভিমূখে রওয়ানা দেয়। ট্রাক্ট্ররটি বিরল পৌরশহরের নয়ামেলা নামক স্থানে এলে অপরদিক থেকে আসা একটি ট্র্াককে সাইট দিতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিরল থানার ওসি রেজাউল ইসলামসহ পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এএম