২৩ মে, ২০২৩ ২০:১৬

কালিয়াকৈরে ৩টি গরু চুরি

কালিয়াকৈর প্রতিনিধি:

কালিয়াকৈরে ৩টি গরু চুরি

গাজীপুরের কালিয়াকৈরে লস্কর চালা বাগানবাড়ি এলাকায় সোমবার রাতে একটি বাড়ি থেকে তিনটি গাভী চুরি হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর চালা বাগানবাড়ি এলাকায় সোমবার রাতে আশেপাশের ঘরের দরজা আটকিয়ে জামাল উদ্দিনের বাড়ি থেকে গোয়াল ঘরের তালা কেটে তিনটি গাভী চুরি হয়েছে। 

মঙ্গলবার সকালে ঘরের দরজা খুলতে না পেরে এলাকাবাসীকে জানায় পরে এলাকাবাসী তাদের দরজা খুলে দেয়। এ সময় দেখতে পায় জামাল উদ্দিনের গোয়াল ঘরে তালা কেটে তিনটি গাভী চুরি করে নিয়ে যায়। তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওই গাভীর মালিক জামাল উদ্দিন জানান, আমার বাড়িতে থেকে তিনটি গর্ভবতী গাভী চুরি হয়ে গেছে। আমার বিশাল ক্ষতি হয়ে গেছে। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর