কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ডুবাইল চরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ব্যাপারে আহত মজনু মিয়ার ছোট ভাই আয়নাল মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহতরা হলেন- উপজেলার ডুবাইল এলাকার জয়নালের ছেলে মজনু মিয়া (৫৩) ও তার স্ত্রী শেফালী (৪৩) তার ছেলে নাহিদ (১৮)।
কালিয়াকৈর থানার এসআই সাইফুর রহমান মুন্সি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম