রাঙামাটিতে পাচারকালে সাতটি তক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সুইনুং মং মারমা (৪৬) ও প্রিয়ময় চাকমা (৪৮)।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের মানিকছড়ি চেক পোস্টে তাদের আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি চালিয়ে তক্ষকগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে সিএনজি করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন স্থানীয় সুইনুং মং মারমা ও প্রিয়ময় চাকমা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাড়ি মানিকছড়ি চেক পোস্টে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সাতটি তক্ষকের ছোট বাচ্চা। পরে তাদেরকে তক্ষকসহ রাঙামাটি কোতয়ালি থানায় নেওয়া হয়।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, অভিযুক্তদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন ছিল। বৃহস্পতিবার রাঙামাটি জেলা জজ আদালতে তাদেরকে হাজির করা হবে। এছাড়া উদ্ধারকৃত তক্ষক রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল