রংপুরে অটোরিকশার পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামান মানিকের (৪৫) হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে নগরীর দর্শনা মোড়ে এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে রাস্তার দু’ধারে শত শত যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দর্শনা মোড়ে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা আব্দুল কুদ্দুস, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম আজম, প্রভাষক শাহিনুর ইসলাম, শিক্ষক মোখলেছুর রহমান, আক্কেলপুর তরুণ সংঘের সভাপতি আব্দুর রহিম রাসেল, অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সুমন, এলাকাবাসী জোবায়দুল ইসলাম, আপেল মাহমুদ, মোখলেছুর রহমান, কায়সার আলম, আব্দুর রাজ্জাক, পলাশসহ অন্যরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি হোসেন আলী বলেন, আসামিদের শনাক্তসহ গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএ