‘আন্দোলনের নামে বিএনপি-জামাত কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে জয়পুরহাটে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এসএম সোলায়মান আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যসহ আগুন সন্ত্রাস করে কখনো দেশের উন্নয়ন ঠেকানো যাবে না। বিএনপি এদেশের উন্নয়ন চায় না বলেই আগুন ও পেট্রোল সন্ত্রাসসহ সাধারণ মানুষের প্রাণহানির মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিরোধ করতে চায়। আর আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলে দেশের অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে।’
বিডি প্রতিদিন/নাজমুল