নাটোরের বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ বজলুর রহমানের (৩৫) তার ডান পায়ের গোড়ালী থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বজলুর রহমান জেলার লালপুর উপজেলা গোপালপুর গ্রামের জসীমউদ্দীনের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলায় একটি কোম্পানির ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় বজলুর পেশাগত কাজ শেষে মোটর সাইকেলে বড়াইগ্রাম থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় একটি অজ্ঞাত বাস মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়। এতে তার ডান পায়ের গোড়ালী থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে স্বজনরা এসে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ