৩১ মে, ২০২৩ ১৩:১০

চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে স্টুডেন্ট নার্সদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে স্টুডেন্ট নার্সদের বিক্ষোভ

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ৫ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নার্সরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করার পর আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রাহাত আলী, নাজমুন নাহার, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, শামীমা প্রমূখ।

বক্তারা তাদের ৫ দফা দাবি মেনে নেয়াসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন নার্সিং সার্টিফিকেট অকার্যকরের দাবি জানান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর