৬ জুন, ২০২৩ ২০:০৯

নেত্রকোনায় সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে আরজ আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে পৌর শহরের উৎরাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার পলাশকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের উৎরাইল এলাকার রমজান মিয়ার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছে। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ হয়। মঙ্গলবার দুপুরে সাটারিংয়ের কাঠ খুলতে ট্যাংকিতে নামেন নির্মাণ শ্রমিক আরজ আলী ও তার এক সহযোগী। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের ক্রিয়ায় ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলেন আরজ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সেপটিক সাটারিংয়ের কাঠ খুলতে আরজ আলী ট্যাংকের নিচে নামেন। হয়তো ট্যাংকের ভিতরের জমে যাওয়া বিষাক্ত গ্যাসের কারণেই তার মৃত্যু হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর