গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের এক নেতার খামারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই মাছের খামারের মালিক কাপাসিয়া সদর থানার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নয়ন সরকার। শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
খামারের মালিক নয়ন সরকার ও স্থানীয়রা জানান, প্রায় এক যুগ ধরে বাড়ির পাশের পৈত্রিক পুকুরে মাছের চাষ করে আসছেন কাপাসিয়া থানা সদরের পাবুর গ্রামের নয়ন সরকার। শুক্রবার তিনি ওই পুকুরের রুই, মৃগেল, কাতল, স্বরপুটি সহ সকল মাছ মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোররাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে সকল মাছ মেরে ফেলে। বিষের তেজষ্ক্রিয়তায় পুকুরের বাইন মাছ পর্যন্ত মারা যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
কাপাসিয়া থানার এস আই তপন চন্দ্র বাকালী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন খামারের মালিক। এ ব্যাপারে তদন্ত চলছে। শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এএম