বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, উত্তরাঞ্চলের মধ্যে বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এই দুই সময় বিএনপিকে সবচেয়ে বেশি আসন দিয়ে সরকার গঠন করতে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এই অঞ্চলের জনগণ। আগামী ১৯ জুন বগুড়ায় সবচেয়ে বড় সমাবেশ হবে। এদিন আমরা দেখিয়ে দিতে চাই বগুড়া বিএনপির ঘাঁটি। এ অঞ্চলে আওয়ামী লীগের কোন স্থান নেই। গত ১৪ বছর এই সরকার অবৈধভাবে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করে খুন, গুম করেছে। এই খুনের বিচার জনতার আদালতে হবে। যারা নির্যাতন চালাচ্ছে তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
তিনি শনিবার বিকেলে বগুড়া টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে আগামী ১৯ জুন রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হামিদুর রহমান হামিদ, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রোহিত নেওয়াজ, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাচ্চু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মনিরুল হক, চাপাইনবাবগঞ্জের বিএনপি নেতা গোলাম জাকারিয়া, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম