১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা প্রবাহিত হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে তারা (সেনা সরকার) নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। আর তার ক্ষমতায় আসার মধ্য দিয়ে আজ দেশ উন্নত দেশের মর্যাদা লাভ করেছে।
রবিবার দুপুরে টাউন হলের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনা’র ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোটেক খান সাইফুল্লাহ পনির। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন