বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে মাদকাসক্ত এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. রফিক খান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার বিকাল ৩টার দিকে চিতলমারী উপজেলা বাজার সংলগ্ন পাটরপাড়া ষ্টীল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক খান উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে।
আহতরা হচ্ছেন- রায়হান শেখ (২৭), আমিনুর রহমান (২৫), আবু সাঈদ (২৪) ও তানভির (২৪)। এদের সবার বাড়ী চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে রায়হান শেখের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাট শেখ (২২) নামের মাদকাসক্ত ওই যুবকের গ্রেফতার করেছে। সম্রাট শেখ উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের আকরাম শেখের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, রবিবার বিকাল ৩টার দিকে চিতলমারী উপজেলা বাজার সংলগ্ন পাটরপাড়া ষ্টীলব্রীজ এলাকায় মাদকাসক্ত যুবক সম্রাট শেখ হঠাৎ করে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে উপস্থিত ব্যক্তিদেরকে কোপাতে থাকে। এসময় ছুরিকাঘাতে মো. রফিক খান একজন নিহত ও চার জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে রায়হান শেখ নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্রাট শেখকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/এএম