চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে হরিনা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৫শ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।রবিবার দুপুরে অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এসব তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫শ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুর কোস্টগার্ড স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের পেটি অফিসার মোঃ মনিরুজ্জামানসহ টহল সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ