মেহেরপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫৫) নামের ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও ইজিবাইক চালক।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরের পর থেকে হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি হোটেল কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পুলিশ হোটেলের চার তলার একটি তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েদা পুলিশের একাধিক দল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশটি মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের ইজবাইক চালক আব্দুর রহমানে বলে সনাক্ত করে করা হয়। তবে ময়না তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।
বিডি প্রতিদিন/এএম