রংপুরে মাদক মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার ৩টার দিকে রমেক হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চূহুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাহেদ চৌধুরীকে গত ৪ জুন মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের সাজা দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সেখানে অসুস্থ হয়ে পড়ে সাহেদ। পরে ৭ জুন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সাহেদ মারা যান।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদরোগজনিত কারণে সাহেদের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম