ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নছিমন, ডিজেল চালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের বালিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আবদুস সোবহান।
নিহত ব্যক্তিরা হলেন- রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ গ্রামের আলিম উদ্দীন (৫৫), আরাজি চন্দনচহট গ্রামের আবুল হোসেন (৬৭) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮)।
পুলিশ জানান, ঠাকুরগাঁও থেকে একটি থ্রি-হুইলার বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের বালিয়াপুকুর এলাকায় পৌঁছালে পাশের একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে সড়কে ওঠে পড়েন সাবেক ইউপি সদস্য মোস্দাফিজুর রহমান। মোটরসাইকেলটি প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা নছিমন এসে থ্রি-হুইলারকে চাপা দেয়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন হাসপাতালে পাঠান।
থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং থ্রি-হুইলারের যাত্রী আলিম উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন। এদিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবুল হোসেন এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মোস্তাাফিজুর রহমান মারা যান।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আবদুস সোবহান বলেন,ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি–হুইলারটি জব্দ করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম