ফেনীতে আল মদিনা হাসপাতাল এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। রবিবার জেলা স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাইভেট হাসপাতালটি সিলগালা করেন।
এর আগে গতকাল শনিবার ফেনী শহরের দাউদপুর এলাকায় অবস্থিত আল মদিনা হাসপাতালে ভুল চিকিৎসায় মো. ওসমান গনি নামের ৫ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। নিহত শিশু ওসমান গনি সদর উপজেলার মধ্যম ফরহাদনগরের আলাউদ্দিন হুজুর বাড়ির সাইফুল ইসলাম ও আসমা আক্তারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভল চাকমা। এ সময় সিভিল সার্জনের পক্ষে চিকিৎসা কর্মকর্তা (এমও) আশিকুদ্দোলা, ফেনী সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের পক্ষে ছিলেন চিকিৎসা কর্মকর্তা (এমও) যোবায়ের ইবনে খায়ের উপস্থিত ছিলেন। ফেনী মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ রানা বলেন, শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে ভুল চিকিৎসায় একটি শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ স্বঃপ্রণোদিত হয়ে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন দেখাতে পারেননি। এ ছাড়া হাসপাতালটির ওটি, প্যাথলজি, ওয়ার্ডে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা গেছে। সিলগালা করার আগে হাসপাতালের ভর্তি রোগীদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল