কুমিল্লার চৌদ্দগ্রামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতীকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হলের সামনে এই মানবন্ধনের আয়োজন করা হয়। এতে তারা হামলাকারীদের বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুন চৌদ্দগ্রামে স্থানীয় এমপি মুজিবুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই দিন বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতীককে আটকে মারধর করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন আহাম্মেদ বাবুল, চৌদ্দগ্রামের সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন সেলিম, টিপু চৌধুরী এবং বাহাউদ্দীন রেজা বীর প্রতীকের ছেলে রেজোয়ান ইবনে বাহার রাহিম প্রমুখ।
এমপি মুজিবুল হকের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার পাটোয়ারী বলেন, আমাদের কোন লোকজন বাহাউদ্দিন রেজার ওপর হামলা করেনি। এসব অভিযোগ তুলে তারা সম্মানহানির চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন