অবশেষে বেনাপোলবাসী পৌরসভা পেল নির্বাচন। সর্বশেষ তফশিলে আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর সভার নির্বাচন ঘোষণা করা হয়েছে। এবার নৌকা পেয়েছে বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১০ সালে। প্রথম নির্বাচনে নৌকা নিয়ে মেয়র হন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফুল আলম লিটন। আসন্ন পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে বেনাপোলের মাঠ দাপিয়ে বেরিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিতে চেনামুখ।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আলী আনু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বেনাপোল পৌর আওয়ামী লীগের আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য ফারুক হোসেন উজ্জ্বল, সাবেক প্যানেল মেয়র শাহাবুদ্দিন, বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আকবর আলী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। সবাইকে হতবাক করে শেষতক নাসির উদ্দিন পেয়েছেন নৌকার টিকিট।
ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন। জামায়াতের প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বেনাপোলের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নাম।
বিডি প্রতিদিন/এএ