কিশোরগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযানটি চালানো হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার মহিনন্দ এলাকার একটি টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালায়। এ সময় ১৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকার আব্দুল খালেকের ছেলে কামরুল ইসলাম (২৮), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, বি-ব্লক এলাকার সামছুল আলমের ছেলে ইলিয়াছ (২০) ও একই এলাকার নবী হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ