গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব উত্তর পাড়া এলাকায় সোমবার অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত হলেন- পাবনা জেলার ঈশ্বরদী থানার আওতাপাড়া এলাকার মৃত হাতেম মোল্লার ছেলে মো. সাদ্দাম হোসেন (২৭)। নিহত সাদ্দম হোসেন উপজেলার ভান্নার আমতলা এলাকায় বাবু মোল্লার বাসায় থেকে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন গত বৃহস্পতিবার বিকেলে তার নিজ অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোজ হন। পরে তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় কালিয়াকৈর থানায় একটি জিডি করেন এবং বিভিন্ন স্থানে পেস্টার লাগিয়ে নিহত সাদ্দামের খোজ চালিয়ে যাচ্ছিল। পরে সোমবার সকালে বরাব উত্তর পাড়া গ্রামবাসী পাশের জঙ্গলে নিহত সাদ্দামের অর্ধগলিত লাশটি দেখে পুলিশে খবর দিলে কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত সাদ্দামের লাশটি উদ্ধার করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই অটোচালক সাদ্দামকে হত্যা করে গভীর জঙ্গলে ফেলে রাখা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম