ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কাচকলী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে কাচকলী জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
পরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক উঠান বৈঠকে যোগ দেন আওয়ামী লীগ নেতা সুজন। উঠান বৈঠকে ভানোড় ইউনিয়ন আওয়য়ামী লীগের সভাপতি দেলোয়র হোসেন সিদ্দিকীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ